সন্ধ্যারাগে

-বিজয়া মিশ্র

∞∞∞∞∞∞∞∞∞

গোধূলির বর্ণচ্ছটা পশ্চিমাকাশে

সূয্যিমামা গেলেন অস্তাচলে,

জীবনের লেনদেন শান্ত হ’য়ে এলো

একে একে পথ বাতি ওঠে জ্বলে।

নিঃসীম আকাশে স্নিগ্ধ তারার আলো

দিনের যুদ্ধ সমাপ্ত হল এবার

দিগন্তের মাধুরী কী অপরূপ আলোময়

বিহঙ্গ ফেরে শান্তির নীড়ে আবার

শান্ত নিঝুম গহন আঁধার নামে

মাটির সীমার সংসারে জ্বলে বাতি,

বকুল সুবাস ছড়ানো চাঁদনী আঁচল

বিছিয়ে মাটিতে নামে স্বপ্নের রাতি।

প্রাণচঞ্চল শিশুরা কৌতূহলী

গল্পের রসে কল্পনা ভরা চোখে,

নিবিড় আদরে বোনে স্বপ্নের জাল

নিঝুম রাত্রি নিখুঁত চিত্র আঁকে।

শান্তির খোঁজ স্বপ্ন জুড়ে থাকে

গহন নিশীথ প্রস্তুতি নেয় আগামীর

নতুন অমল আলোয় ভরুক আকাশ

এ বিশ্ব যেন হয় শান্তির নীড়।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:

আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক,জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল থেকে সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*