মন্দ কপাল

-শিবানী সাহা

∼∼∼∼∼∼∼∼∼∼∼

হাসির ছলে লুকিয়ে রাখি

তোমার দেওয়া ব্যথা,

ভুলতে চেয়েও পারিনি ভুলতে

জমে আছে অনেক কথা।

ভেবেছিলাম ভালোবেসে আমি

পাবো অনেক সুখ,

মনের আশা হলো না পূর্ণ

পেলাম অনেক দুখ।

মুখে তোমার মিষ্টি হাসি

কথায় তীরের ফলা,

সবার কাছে মহান তুমি

কাউকে যায় না বলা।

মুখোশধারী মানুষ তুমি

মুখোশের আড়ালে শয়তান,

ভয়ঙ্কর তোমার শয়তান চরিত্র

অনায়াসে নিতে পারো জান।

সারা জীবন সইতে হবে

তোমার দেওয়া কষ্ট,

তোমায় বিয়ে করে আমার

জীবন হলো নষ্ট।

কেমন করে মুক্তি পাবো

ভাবি আমি সারাক্ষণ,

বিষাদের সাগরে ডুবে আমি

হারিয়েছি আগের মন।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

আমি শিবানী সাহা। হুগলি জেলার কোন্নগরের বাস করি ‌। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসি। সাহিত্যের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকে। কাজের অবসরে কবিতা লিখি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*