হৃদপিন্ডের ভিতর অজস্র মৃত্যু রেখা

-অভিজিৎ হালদার

∞∞∞∞∞∞∞∞∞∞

স্নিগ্ধ ধরিত্রীর বুকে বেঁচে থাকা

যেন মৃত্যু সাজানো হয়েছে হৃদপিন্ডের ভিতর

পোড়া মাটির গন্ধ অদ্বিতীয় নশ্বর।

ব্যস্ত শহর দ্রুতগামী গাড়ি ক্রমাগত পেরিয়ে যায়

ইঁদুর দৌড়ে মেঘগর্জনে।

রোগী শরীর জীর্ণ সভ্যতা ধীশক্তি

মেঘেদের সীমানা রক্তিম আভা মৃত্যুর সূচক

ছেড়ে যায় এভাবে – যেভাবে ছাড়া হয় পৃথিবী !

হৃদপিন্ডের ভিতর অজস্র মৃত্যু রেখা

চোট খাওয়া মন অবয়ব ধারণ করে

ইন্দ্রজালে সবই যেন পরিপূর্ণ।

একটা সময় অভিমানশূন্য হৃদয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়

ভালোবাসা সীমাহীন উদাসীন ভাবনা

নির্বাক কাপুরুষের মতো।

এভাবেই যেতে যেতে নির্দিষ্ট গন্তব্য চলে আসে

যেখানে ভেদাভেদ নেই সংশয় নেই সংগ্রাম নেই

আছে শুধু শান্তি অনির্দিষ্টকালের জন্যে

সেখানে জীবনের গাড়ি এসে থামে

কারো কোনো ব্যস্ততা থাকে না

বদ্ধ খাঁচা থেকে জীবনের প্রাণবায়ু উড়ে যায়।।

∞∞∞∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি:-

জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালি ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার, মাতা:- আরতি হালদার, শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বর্তমানে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ভূগোল বিভাগের অনার্সের ছাত্র। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। বই:- “প্রথম আলো”(২০২১)

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*