কায়া

-মিলাদ হোসেন

≈≈≈≈≈≈≈≈≈≈

শুরুটা হয় লাল শাড়িতে

শেষটা হয় সাদা,

লাল ও সাদার মাধ্যিখানে

আছে কত ধাঁধা।

কেউ সাজে কেউ সাজায়

কত আয়োজন,

কেউ হাসায় কেউ কাঁদায়

মোহময় জীবন।

কত আসে আর কত যায়

প্রবাহিত ধারায়,

রঙিন প্রদীপ জ্বলে নিভে

তাহার ইশারায়।

কারো শুরু কারো বা শেষ

জীবনের মায়া,

নশ্বর এই ধরাধামে একদিন

মুছে যায় কায়া।

মায়ায় ভরা এই বসুন্ধরায়

ক্ষীণ বাসস্থান,

ফুল ফুটুক বা নাই ফুটুক

করতে হয় প্রস্থান।

≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি ঃ

দুটি পাতা একটি কুঁড়ি খ্যাত মৌলভীবাজার জেলার সদর উপজেলার ০৭ নং চাঁদনী ঘাট ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মমরুজপুর গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে কবি মিলাদ হোসেন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মছব্বির এবং মাতার নাম খুর্শেদা বেগম। লেখালেখির প্রতি কবির প্রবল আগ্রহ তাইতো তিনি আপন মনেই লিখেন মনের আনেগ থেকে, মনের মাধুরি মিশিয়ে। হৃদকাব্য নামে কবির একটি একক কাব্যগ্রন্থ সহ অনেকগুলো যৌথ কাব্যগ্রহ্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি নিয়মিত বিভিন্ন অনলাইন সাহিত্য পত্রিকায় লেখালেখি চর্চা করে আসছেন। কবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*