সুন্দর জীবন গড়ি
-আশীষ খীসা
∞∞∞∞∞∞∞∞
তোমার মনে কি দু:খ আছে জানিনা
দয়া করে তুমি আমায় বলো খুলে,
তোমায় সান্ত্বনা দিয়ে পারি কিনা দেখি
হয়তো সেই দু:খ তুমি যেতে পারো ভুলে।
তুমি যদি আমায় বিস্তারিত খুলে না বলো
তোমার অন্তরে জমে থাকা দু:খগুলো,
জীবন এখনও আছে তোমার অনেক বাকি
হয়ে যাবে না হয় বাকি জীবনটা এলোমেলো।
দু:খগুলো যদি জমা রাখো অন্তরে
তুমি পাবে মনে প্রতি ক্ষণে কষ্ট,
দু:খে দু:খে কাল ক্ষেপণ করে যাবে শুধু
অবশেষে জীবন হবে তোমার একদম নষ্ট।
মনের বেদনা মনেতে রাখতে নেই
সবকিছু আপনজনকে প্রকাশ করা শ্রেয়,
তোমায় এসব বলছি কেন জানো?
যেহেতু,তুমি যে আমার খুব প্রিয়।
তাই এভাবে আনমনা হয়ে দাঁড়িয়ে না থেকে
চলো যাই,বসে কিছুক্ষণ গল্প-গুজব করি,
দু:খগুলো সব মন থেকে মুছে ফেলে
এসো দুজনে নতুন করে সুন্দর জীবন গড়ি।
অতীতে যা হবার তা হয়ে গেছে
তা ভেবে আর নেই কোনো তোমার লাভ,
জীবনে থাকবে কতো উত্থান-পতন
বাঁচার তরে একসাথে বাকি জীবনটা করি সাফ।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি :
কবি আশীষ খীসা ,পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি।তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা, জেলা বান্দরবান পার্বত্য জেলা। তাঁর যৌথ কাব্যগ্রন্থ ১৬টি। তিনি একাধারে কবি,সাহিত্যিক,গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।