ভালবাসা
-অনিল কুমার পাল
≅≅≅≅≅≅≅≅≅≅≅
ভালোবাসা সুপ্ত অনুভূতি দেখা নাহি মেলে,
ভালোলাগা হতে সৃষ্টি ভালোবাসার গতিধারায় চলে।
চাকচিক্য দেখে যদি কেহ প্রেমে দেয় ছাড়া,
অমানুষেরা ঠকাতে কার্পণ্য করবে না অবশেষে পড়বে ধরা।
পবিত্র ভালোবাসা সারা জীবন বহে আনন্দধারা,
জীবন চলার পথেই না পেলেও অক্ষুন্ন থাকে আনন্দ অশ্রুধারা।
প্রথম প্রেমের কথা গেঁথে রয় মনে নাহি যায় ভোলা,
ভালোবাসা প্রকাশ না পেলেও অন্তরে গাঁথা মনে দেয় দোলা।
শিক্ষা জীবনে ভালোবাসো শিক্ষায়তন পাঠ্য পুস্তক,
জ্ঞানের মশাল প্রজ্জ্বলিত কর পরিপূর্ণ শিক্ষা সকল স্তবক।
পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জন মার্জিত মনোভাব জীবনের সম্বল,
ভালোবাসার মানুষের অভাব থাকবে নাতো প্রেম হবে লম্ব।
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল। তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া (বাংলাদেশ) গ্রামে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে কর্মরত আছেন, তার লেখা কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে। তাছাড়া দৈনিক জাতীয় পত্রিকা লেখা প্রকাশিত হয়েছে।অবসরে বই পড়া ও লেখা লেখি করে থাকেন।