স্বপ্নে বুঁদ হলে
-চিন্ময় বিশ্বাস
∼∼∼∼∼∼∼∼∼∼∼
দু-চোখ বুজলেই
কে যেন আমার মুখের উপর ছায়া ফেলে পরখ করে
এক অজানা টানাপড়েনে দিন দিন ছোট হয়ে যাচ্ছি।
ছোট হলে নাকি বড় হওয়া যায়!
ঘুমের মাঝে স্বপ্নে বুঁদ হলে
খুলে যায় যোনি পথ;
জন্ম নেয় পাণ্ডব বর্জিত পৃথিবীতে কয়েকটা কুকুর
যারা রাত দিন চেটে,চেটে ক্ষত সারাই।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
চিন্ময় বিশ্বাস,ভালোবাসি কবিতা পড়তে ও লিখতে।পাঠকের ভালোবাসাকে আশ্রয় করে কবিতার টানে কবিতা লেখা।