ভালোবাসি

-অর্পিতা বৈদ্য

∞∞∞∞∞∞∞∞∞

সেদিন একগুচ্ছ গোলাপ

হাতে দিয়ে বললে ভালোবাসি।

তোমাকে দেব বলে আমি

আমার মনের বাগানের ,

হয়েছি ফুলচাষী।

নানান নামের নানান রঙের

ফুলের মেলা সেথা

যখন যাহা ভালো লাগে

কুড়িয়ে নেবে তুমি তা।

নাই বা তোমায় গোলাপ দিলাম

নাই বা কোন ফুল,

তুমি না হয় কুড়িয়ে নিও

আমার প্রিয় ফুল।

ফুলের মাঝে বসাবো তোমায়

শুনাবো কত গান।

হৃদয়ের লেনাদেনা চলবে অবিরাম।

মিষ্টি মধুর বাতাস বইবে

দুলবে কত ফুল

তাই দেখে আনন্দে মোর হব মশগুল।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

নাম-অর্পিতা বৈদ্য, পিতা-নির্মল বৈদ্য, মাতা-কাজল বৈদ্য, আমার বাড়ী ত্রিপুরার উদয়পুরে।দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় আমার জন্ম । আমি শিক্ষকতার সাথে জড়িত।আমার যৌথ কাব্যগ্রন্থ আছে।অবসর সময়ে আমি কবিতা ও গল্প লিখি।এছাড়া নাচও করি।নাচ আমার মনকে এনার্জি দেয়।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*