জোনাকিরা
-কাজী সেলিনা মমতাজ শেলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
সুখ শব্দের আঁধার যেন, উপভোগ করে জোনাকিরা,
সাঁঝের ইচ্ছা বিলাসে বিভোর, জোনাকির কল্পনারা।
সন্ধ্যার পঙক্তিতে জীবন উপভোগ করে ইচ্ছা বিলাসে,
জীবনের সাথে মিশে, ছন্দের ঝংকারে আছে যেন সে।
বৈচিত্র সৃষ্টি রহস্যময় ভুবন ,দু’হাতে সত্যের ডালি,
কম- বেশি ওই মিথ্যাবাদীর হস্ত হতে পারে খালি।
হৃদয় শতদল উঠলো মেতে, হৃদয়ের ছোট্ট সরোবরে,
শান্তি সুখের ওই উল্লাস যদি বিশ্বাস থাকে সেই ঘরে।
পুণ্য পরশ কল্যাণময় হয়ে আসুক জীবন সততার দ্বারে,
হাসি কান্নার মাঝে,যে দিল এ বিশ্বাস ফিরাইও না তারে।
হৃদ সুরে কথা বলতে চায় প্রকৃতি, যেথা আছে বিশ্বাস,
ভাঙেনের খেলায় ভেঙে চুরে যাক মিথ্যা আর অবিশ্বাস।
বিপন্ন বর্ষায় প্রাণের মূর্ছনা তবু সুন্দর এ নার্গিস বুলবুল,
বজ্রপাত গগনে মেঘ, রাত্রি ছায়ায় ধরণী তোলে না ফুল।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ