বলার কিছু নেই

-শিবানী সাহা

≈≈≈≈≈≈≈≈≈≈≈

নতুন করে আজ আর বলার মত

তেমন কোনো খবর নেই।

দুর্নীতিতে ভরা সভ্য এই সমাজ

গরিবের অন্ন খায় কেড়ে।

ধন দৌলতে পরিপূর্ণ কারো ঘর

কেউ আবার দু মুঠো ভাতের খোঁজে,

দিনরাত মাথার ঘাম পায়ে ফেলছে

অসহায় পরিবারের কথা ভেবে।

প্রতিদিন কত লোকের আনাগোনা

শহরের রাজপথ ও অলিতে গলিতে,

চার চাকার হর্ন, মোটরবাইক

অনবরত যন্ত্র দানবেরা চলেছে পথে।

পথের ধারে অভুক্ত মানুষগুলো

ফ্যালফেলিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে।

প্রাচুর্যের অভাব নেই যাদের ঘরে

তারাও ফিরে তাকায় না ওদের দিকে।

দর কষাকষি করে নিত্য খেটে খাওয়া

অসহায় মানুষগুলোর সাথে।

আজ আর বলার মত কিছুই নেই

খবরের রোজ নামচায় উত্তর পাই না খুঁজে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:-

আমি শিবানী সাহা।একজন সাধারণ গৃহবধূ। বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসি। সংসারের কাজের মাঝে মাঝে কবিতা লিখি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*