গোলাপ রানী
-পলাশ বরণ দাশ
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ফাগুনের প্রেম ধারা হে গোলাপ রানী
তোমারে জানি আমি জানি
নারীর অধরে ফুটলো হাসি
যেনো মধুর সুরে বাজলো বাঁশি।
ফুটন্ত গোলাপের মালাখানি
হাতে করে আনি,
দাঁড়ালো মোর পাশে এসে যখন
মধুর স্বপণ ভাঙলো তখন।
ছাদের বাতায়নে
চেয়ে থাকি আনমনে
জোছনাময় যামিনী
মালঞ্চে ফুটেছে কামিনী।
সৌরভে আকুল হলো মোর হিয়া
স্বপণ শেষে গেলো সে হারিয়া
গোলাপ রানী প্রিয়া
বিরহ ব্যথা দিয়া।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
পলাশ বরণ দাশ ( কবি ও শিক্ষক ), মহাজন বাড়ি, গ্রাম – দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা, বাঁশখালী, জেলা – চট্টগ্রাম, বাংলাদেশ। কবি চলমান জীবনের গতিধারায় শিক্ষকতার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন। কবি কবিতার পাতার একজন সক্রিয় সদস্য। সব লেখক বন্ধুদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক আহ্বান জানান।