মিলনের ঈদ
-অমর দাস
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
দেখো খুশীর ঈদ এসেছে মোদের দুয়ারে।
দেশের মানুষ ভাসলো খুশীর জোয়ারে।
নতুন পোশাকে সবার যে ভরে ওঠে মন।
ঈদ প্রেমের বিভেদহীন মধুর আলিঙ্গন।
ঈদে হয় মসজিদে দেখো খুশির জোয়ার।
ঈদ মানে দেশেতে মানুষের মিলন বাহার।
ঈদ হলো আনন্দময়,তাইতো ঈদ খুশির।
ঈদ হলো মানুষের খুশির অন্তর বাহির।
ঈদ হল নির্মল আকাশে নতুন চাঁদ দেখা।
নব আশার ঈদে প্রেমের নব ছবি আঁকা।
ঈদ মানে হলো ঈদের নতুন সকালবেলা।
ঈদ হিন্দু মুসলিম সকলের মিলনমেলা।
ঈদ ভাবায় নতুন করে বাঁচার ঐক্যতান।
ঈদ মানে জাতের উর্দ্ধে এক মহামিলন।
ঈদ মানে মানুষের নব আশার আজান।
ঈদে হয় সকল দুঃখের মুশকিল আসান।
ঈদ মানে নব কর্মে নব উদ্যমের আহ্বান।
ঈদ মানে মানুষের মিলনের নব জয়গান।
ঈদে পবিত্র রোজা পুণ্য রমজান মাসে।
সবার জীবন যেন সুখের জোয়ারে ভাসে।
রমজান মাসের রোজা নির্লোভ উপবাস।
নেই হিংসা মনে কভু হৃদয়ে শান্তির বাস।
ঈদে আকাশে নব্য চাঁদ নতুন সুন্দর রাত।
ঈদ মানে আল্লাহর কাছে নতুন দাওয়াত।
ঈদে সৃষ্টি কর্তার কাছে মোদের প্রার্থনা,
মানুষ হোক মানবিক এ মোদের কামনা।
সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা রমজান মাসে।
জ্বলুক প্রেম আলো হৃদয় আঁধার দেশে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
::কবি পরিচিতি::
নাম:-কবি অমর দাস, ডাঃ শচীন সেন রোড,কাঁঠালপোতা। সৃজনী আবাসন। পোঃ-ঘূর্ণী(কৃষ্ণনগর) শহর-কৃষ্ণনগর। জেলা-নদিয়া।পিন নম্বর -741103 মোবাইল ও হোয়াটসঅ্যাপ-8391906344 জন্ম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ধুবুলিয়াতে। ঘটনাচক্রে 1966 সালে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে চলে আসা এবং বর্তমানে এখানেই স্থায়ীভাবে বসবাস করা। ছোটবেলা থেকে কবিতা লেখার ইচ্ছে। কিন্তু আজকের মতো নিজেকে তুলে ধরার মতো কোনো মাধ্যম ছিলোনা। বর্তমানে পারিজাত সাহিত্য পত্রিকা, প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা, ভাবনা, আনন্দলোক,আনন্দমঠ, কোলকাতা সাহিত্যাঙ্গন কুসুম সাহিত্য পরিবার,দেশ পত্রিকা(অনলাইন) প্রভৃতি অনেক সাহিত্য পরিবারের নিয়মিত কবিতা লিখি। বিভিন্ন সাহিত্য পরিবার থেকে বহু সাম্মানিক সনদ পেয়েছি।