তুমিও ভেবে দেখো
-বিমান বিশ্বাস
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
দূরে থেকেই ভালোবাসো,ভালোবাসি
কষ্টগুলো ভাগাভাগি করে শুনি
সুখের সন্ধান করি,হাসি,খেলি,গল্পে মাতি
আঙ্গুলে আঙ্গুলে কথা বলি
তাতে লেগে থাকুক প্রেম,চুমুর স্বাদ, কথার ফুলঝুরি।
দিন গাঢ় হয়ে দিগন্তে পৌঁছুলে
মৃত্যুর শুভক্ষণ তত নিকটে আসে জানি।
রাত্রি শুষে নেয় তার উজ্জ্বল সম্ভাবনাগুলি।
ভালোবাসাও তাই
যত কাছে আসে গভীরে ডুব দেয়
আগুন যন্ত্রণায় পুড়ে হয় ছাই।
ডেকো না কখনও ভালোবাসা
দূরের নক্ষত্রের মতন জ্বলুক প্রেম,অনুভব,অনুভূতি
চাঁদের আলো হৃদয়ের বন্ধনের কথা বলুক…ক্ষতি কি!
কাছে গেলেই
মেঘ যাবে সরে,ঝরে যাবে কুঁড়ি
সূর্যের গনগনে আঁচে শুধুই মৃত্যুর হাতছানি।
ভাবছো স্বার্থপর আমি
নিজের কথাই শুধু বলি,
তোমাকে দূরে সরিয়ে রাখার হাজার বাহানা খুঁজি।
তুমিও ভেবে দেখো…. ভাবনার সত্যতা কতখানি!
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
বিমান বিশ্বাস। কোলকাতার উপকন্ঠে ব্যারাকপুর মহকুমার অন্তর্গত সোদপুরে বাস। পাঠকের ভালোবাসাই লিখতে ভাবায় বড্ডবেশি।
চমৎকার ভাবনার সংমিশ্রণে শব্দের মেলবন্ধন