দাবদাহ
-স্বপন গায়েন
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
প্রকৃতির দাবদাহ থেকে মুক্তি নেই
বাংলার সর্বত্রই চল্লিশের উপরে তাপমাত্রা
দরদর করে ঘামছে সব শ্রেণীর মানুষ।
প্রকৃতির রুদ্র মূর্তিতে ভয় পাচ্ছে সব্বাই
তীব্র গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য
পুড়ে যাচ্ছে দিগন্তের সবুজ বনানী।
নীল আকাশে নেই কোনো মেঘের আনাগোনা
হামাগুড়ি দিয়ে হাঁটছে মানুষের অহংকার
মাটির বুক ফেটে চৌচির …
ঈশান কোণ মিথ্যে আস্ফালন করে –
যুবক নদীগুলো মন মরা হয়ে বসে আছে
যেন স্থবির অসুস্থ এক অজগর সাপ।
প্রকৃতি কাঁদছে, মানুষ কাঁদবে না?
গাছেদের চোখেও শুকনো জলের কাব্য
দাবদাহে পুড়ে যাচ্ছে মানুষের শৈশব যৌবন বার্ধক্য।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
গ্রাম – রঘুনাথপুর, পোঃ – বীরেশ্বরপুর, থানা – মন্দিরবাজার, জেলা – দক্ষিণ ২৪ পরগণা, পিন – ৭৪৩ ৩৩৬, রাজ্য – পশ্চিমবঙ্গ
দূরাভাষ নং / হ্যোয়াটসআপ নং – ৯৮৩৬৪৮২১৪০