কবি কথা

-বিজয়া মিশ্র

≅≅≅≅≅≅≅≅≅≅≅

ব্যক্ত কথারা নির্ভয় নিশিদিন

কবিতা শরীরে হৃদয়ের নির্যাস

মিল খুঁজে পেলে আশ্বাসে বুক ভরে

শব্দের সাথে প্রতিক্ষণের বাস।

ছন্দের যত রূপ আছে এ ধরায়

অনাদি কালের সৃষ্টির ধারা পাতে

মননের সুধা সতত প্রবহমান

কল্পনা আর মাধুরী মিলেছে সাথে।

কবির মননে ভাঙা গড়া প্রতিদিন

নানারকম রঙের কুঁড়িতে ভরপুর

রস সিঞ্চনে মকুলিত কিছু তার

ছড়ায় সেগুলি সৌরভ সুমধুর।

অহর্নিশি তরঙ্গায়িত কত ঢেউ

কিছু কিছু তার ছুঁয়ে যায় বেলাভূমিতে

কবির হৃদয়ে স্পন্দিত সেই ছন্দে

মননশীলতা রূপ দেয় কবিতাতে।

কাগজ কলম মনের মিলনমেলায়

কবিরা শুধুই ধ্যানস্থ হৃদিকথায়

উজাড় করে সকল সম্ভাবনা

সব ভুলে গিয়ে মগ্ন সৃষ্টি কলায়।

≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি:

আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক,জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল থেকে সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*