মে দিবসের ডাক

-চিত্তরঞ্জন সাহা চিতু

∞∞∞∞∞∞∞∞∞∞∞

আমেরিকার সিকাগো শহর নৃশংসতার নাম,

জীবন দিয়েছে কাতারে কাতারে

জানাই লাল সালাম।

আট ঘন্টার কাজের দাবিতে রাজপথ হয় লাল,

ইতিহাস হয়ে আজও তো আছে

ছিয়াসির কালো সাল।

সেদিনের সেই শকুনের দল মিছিলে চালায় গুলি,

শহীদ হলো এগারো শ্রমিক

ইতিহাস কি ভুলি?

বিচারের নামে প্রহসন করে ছ’জনের দেয় ফাঁসি,

স্তম্ভিত শ্রমিকের দল,

হতবাক বিশ্ববাসি।

লাল চক্ষু ভয় করেনি আগুন জ্বলেছে দেশে,

মাথানত করে সেই পশুরা

দাবি মানে তারা শেষে।

সেদিন থেকে সারা বিশ্বে মে দিবসের ডাক,

খেটে খাওয়া লোক খাটুনির শেষে

ন্যায্য পাওনা পাক।

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

সাংবাদিক, কবি ও গীতিকার, বড়, বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ মোবাইলঃ ০১৮১৮-৩৪৩৯৩৬

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*