আমার দেবতা

-পীতবাস মণ্ডল

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

আমার দেবতা দেখি সর্বত্র ওরা

সব কর্মরত মাঠে আর ময়দানে ,

আমার দেবতা ওরা ঐ অগনিত

বেদুইন জীবন যাপন যাদের সবখানে ।

আমার দেবতা ওরা সীমান্ত রক্ষী

রক্তক্ষয়ী সংগ্রামের যত অতন্দ্র প্রহরী ,

আমার দেবতা যারা সরল সিধা

ঘামে ভেজা ঠেলা টানা কুলি মজুরি ।

আমার দেবতা প্রবাসী জীবন

যারা কাঁধে নিয়েছে কর্তব্যের ভার ,

সত্যের পথ ধরে নিরলস প্রচেষ্টায়

শান্তির প্রলেপে টিকিয়ে রাখে সংসার ।

আমার দেবতা যারা সত্যান্বেষী

ন্যায়-নীতি পরায়ণের অগ্ৰদূত ,

দধিচীর বেশে ত্যাগের পুণ্যতা দানে

যুগে যুগে রেখে যায় সভ্যতার মুখ ।

আমার দেবতা ওরাই, যারা অক্লান্ত দৃঢ়তায় অন্যায়ের করে প্রতিকার ,

অরাজকতার অবিরত নিষ্পেষণ থেকে

মুক্তির পথ খুঁজে আনার নিয়েছে দ্বায়ভার ।

আমি পূজি তাঁদেরই, বুঝি যারা

বিশৃঙ্খলতার অহমিকা কে শেখায় নিরবতা ,

ধ্বংসের লোলুপতার কাঁটাতার ছিন্ন করে যারা

নির্ভয়ে ভাবি তাঁরাই “আমার দেবতা” ।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি :-

হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্ৰামে এক দরিদ্র পরিবারে জন্ম । পেশায় সাধারণ দিনমজুর , মনের অপূর্ণতা মেটাতে অন্তরের মর্মগাঁথা কলমের কালি হয়ে ঝরে পড়ে সাহিত্য প্রেমীদের সহানুভূতি কুড়াতে ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*