তুমি শুধুই একা
-বিপ্লব শামীম
∼∼∼∼∼∼∼∼∼∼∼
পাশে থাকলেই কি
কাছে থাকা হয়?
পাশাপাশি থেকেও কেহ
অনেক দূরে রয়!
একা একা বসবাসে
একা থাকা যায়,
কারো সাথে পাশে থেকে
একা থাকা দায়!
পাশাপাশি থেকেও যদি
বলা না হয় কথা,
কত দিনই বা টিকতে পারে
সেই সম্পর্কটা?
দেহ ও মন দু’ই কি
সমান কখনো হয়?
দেহ, সে তো অক্ষিগত
মন, শুধুই সিদ্ধির বিষয়!
ফি বছর পাশে থেকেও
মনকে কি পাওয়া যায়?
নাকি শুধুই প্রয়োজনে কেহ
এক সঙ্গে কাটায়!
মন বিহীন এই দেহের
কি মূল্য আছে?
মন বিহীন দেহ সে তো
সমতুল্য লাশে!
এর চেয়ে ঢের ভালো
শুধুই একা থাকা,
নিজেকে বুঝানো যাবে
তুমি শুধুই একা!
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ।