হিজলতলা গাঁ
-সিরাজুল ইসলাম মোল্লা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
আর্দ্র ছায়ায় ঘেরা হিজলতলায়,
সুর্যালো কুঁড়েঘরে আভা ছড়ায়।
লাউ কুমড়া ঝুলে উঠানঝাঁকায়,
সর্ষেফুল মুলাফুল হৃদয় রাঙায়।
গরু নিয়ে যায় মাঠে মধুচাচায়,
ঔষধ খায় দাদী ঘরের মাচায়।
জেলে পুকুরেতে জাল ফালায়,
ফুলরা ঝরে পড়ে কদমতলায়।
মুরগী দুটো ঠুকরে আধার খায়,
কৃষাণী ঝাড়ু দিতে খুকুকে চায়!
ছাগল ছানা খাচ্ছে নারা মাচায়,
প্যক প্যাক করছে হাঁস খাঁচায়।
ভোরের শিশির তৃণলতা পাতায়,
যায় বাজারে রাখালে ভিন গাঁয়।
মেঠোপথে চাষা ধানক্ষেতে যায়,
আনমনে পাখির সাথ গীত গায়।
মুক্ত আকাশের পড়ন্ত নীলিমায়,
শান্তির চাদরে ঢাকা সবুজ গাঁয়।
উদাসী সমীরণে আশা বুনে যায়,
শিল্পীর তুলিতে কবির কবিতায়।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাস পুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।