নির্মল হাসি উবে গেছে
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
মানুষ এসেছে ধরাতে পশুরূপে,
বাঁচার লড়াইয়ে সে আজ এগিয়ে_
নতুন জায়গা দখল করেছে।
এর পিছনে তার সংগ্রামের নেই শেষ।
তাই সবার সঙ্গে তার বিদ্বেষ
ভাব ভীষণ প্রকট হয়েছে।
এখন মানুষ স্বজাতির মধ্যে
প্রচলন করেছে ভীষণ হিংসে,
প্রচন্ড ভেদ সৃষ্টির দ্বারা;
মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার এই ভেদ,
তাতে মানবের নেই কোন খেদ,
মানবের ভেদের রহস্য বোঝেনা তারা।
যারা বোঝে তাদের একাংশ ধান্দাবাজ,
তারা করতে চায় ভেদের দ্বারা রাজ,
তাইতো তারা ভেদের পক্ষে।
শুধু কি তাই? ভেদের প্রশংসা করে,
এই ভেদ নাকি সৃষ্টি করেছে ঈশ্বরে,
নিজেদের স্বার্থে সবাইকে রাখে সেই লক্ষ্যে।
রাষ্ট্রলোভীরা তাই বলে না কথা,
দিকে দিকে কুসংস্কার বাড়ছে অযথা,
মোদের এই ঘূণ ধরা সমাজে ।
বরং তারা কুসংস্কারকে করে উৎসাহিত,
জ্ঞানীগুণী মাত্রই তা অবহিত,
তাই সমাজ পাল্টায় না সহজে।
মেকি ধর্মাচরণ প্রেমহীন করছে সবাইকে,
স্বার্থান্বেষীরা বাঁচিয়ে রাখছে তাকে,
ঠেলে দিচ্ছে মধ্যযুগের অন্ধকারে,
এমতাবস্থায় আমরা সবাই_
তাকিয়ে আছি চাঁদের দিকে, বড় নিরুপায়
হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি মরে।
কিন্তু পিসাচদের মৃত্যু নাই,
তারা কেবল আসে আর যায়,
এই পবিত্র ভূমিকে কলুষিত করতে;
নির্মল হাসি তাই উবে গেছে।
তাদের নির্মল আত্মাগুলো ভেগেছে
অনেক আগে এই পৃথিবী থেকে।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।