উন্মুক্ত
-দীনবন্ধু দাস
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
জানি একদিন চলে যাবো
এই পৃথিবী ছেড়ে,
তাই তো কারো মুখের হাসি
নিতে চাই না কেড়ে ।
সবার সাথে থাকবো মিশে
খুশিতে ওই মেতে,
বিনা দোষে শাস্তি দিলে
নেবো মাথা পেতে।
উদার মনে বলবো কথা
চিত্তে রিষ না রেখে,
সোজা পথে চলবো সদাই
সততার রঙ মেখে।
আমার আমার করে বৃথা
মরবো কেনো ভবে,
ইতি ক্ষণে সব তো ফেলে
একাই যেতে হবে।
এসেছি এই সুন্দর ভবে
কদিনেরই জন্য,
কর্মের গুণে হই যেনো গো
সবার কাছে ধন্য।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি দীনবন্ধু দাস পিতা – সনাতন দাস মাতা- উন্নতি দাস, ভারতবর্ষ দেশের, পশ্চিমবঙ্গ রাজ্যের, পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার বাসিন্দা । শিক্ষাগত যোগ্যতা :- বি.এ ( তৃতীয় বর্ষ) পেশায়:- শিক্ষক ( গৃহ ) আমি আমার ঠাকুরদা শ্রী হারাধন দাস- এর নিকট হইতে সাহিত্য সৃষ্টিতে অনু প্রেরণা লাভ করেছি। তিনি দীর্ঘদিন যাবত সাহিত্য চর্চা করেন। ছোট থেকেই লিখতে, বাগান করতে, , গান গাইতে, গান লিখতে এবং পশু পক্ষীদের খাদ্য প্রদান ও পরিচর্যাও করতে ভালোবাসি। আর আমার লেখা গান গুলি আমার বোনের গলায় তা প্রকাশ পায়।এই নিয়েই আমার আনন্দে দিন কেটে যায়।