বৃদ্ধাশ্রম থেকে বলছি

-তৌহিদা জাহান লিপি

∞∞∞∞∞∞∞∞∞∞∞

অনেকদিনতো পার করলাম,

আর কত বহিবো জীবনের ভার?

বার্ধক্যের কান্নায় আছে শুধু হাহাকার!

মাঝেমাঝে চোখ বেয়ে নেমে যায়

শুদ্ধ জল! প্রাণহীন এই মুখে ফোটাতে

পারিনা নতুন কোন অভিভাষণ! “

মনে রাখতে পারিনা, পুরোনো কোন

স্মৃতি,কোন কথা…. বিনিদ্র রাত্রি কেবলই

দিয়ে যায় এই মনে অজানা কোন ব্যথা! “

আমি ভালো আছি, শুধু সঁপেছি নিজেকে

এক বৃদ্ধাশ্রমের ঠিকানায়! ছেলে আমার মস্ত বড় অফিসার, মেয়ে সুখে আছে স্বামীর ঘরে।

এটাই তো স্বপ্ন ছিলো আমার ওদের নিয়ে।

সারাজীবন সাধনা করেছিলাম আজকের এই দিনটি দেখার আশায়।

আজ আমি একা বসে পথ

চেয়ে রই —– শুধু একটিবার তাদের মুখটি

দেখবো বলে ! “‘

ভিষন ব্যস্ত তারা, খোঁজ নিতে পারেনা আমার।

মনে পরে আমিও একদিন ব্যস্ত ছিলাম,শুধু তাদের মানুষ করবো বলে!

গর্ব করে বলতাম,ছেলে আমার বাংলা বোঝেনা…. ইংলিশটাই ভালো পারে!

কতগুলো দিন কেটে গেছে, ভাবিনি

কখনও দাঁড়াবো এসে ভাগ্যের এই নির্মম পরিহাসে?

বেশতো আছি আপনজনহীন একাকীত্বের দীর্ঘশ্বাসে! “”

ব্যস্ত জীবনে কখনও নিজেকে দেইনি এতটুকু সময়,

চিন্তা ছিলো একটাই পারবো কি মানুষ করতে তাদের ???

মানুষতো হয়েছে তারা….. শুধু নেই

মনুষ্যত্ব! আমার বিদায়ের বেলায় এটাই চিরসত্য !!

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি :

আমি তৌহিদা জাহান লিপি। একটি বেসরকারি কলেজের প্রভাষক। কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসি। লেখা প্রকাশ:-ম্যাগাজিন “আলাপন” এবং যৌথ কবিতার বই ” নির্ঝরিণী ” প্রকাশক: “ইচ্ছে স্বপ্ন প্রকাশনী ” প্রকাশকাল: একুশে বইমেলা ২০২৩/ধন্যবাদ।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*