অসমাপ্ত বিকেল
-তাপস কুমার সরকার
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
আমি চাইনি তো এমন বিকেল যেখানে সাঁঝের আগে আঁধার নেমে আসে
ঘন কালো মেঘে ঢাকা গম্ভীর আকাশ যেন চারিদিক বর্ষণে ভাসে ।
চাইনি এমন বিকেল চারিদিক আঁধার নেমে এলো তুমি যেন নেই নিঃশ্বাসে
চেয়েছিলাম পড়ন্ত বেলায় প্রকৃতির দৃশ্য দেখবো দুজন একসাথে পাশে বসে ।
চাইনি এমন বিকেল মেঘেদের ঘনঘটায় মুখ ভার করে আসুক আমার কাছে
চেয়েছিলাম এমন এক বিকেল সূর্যাস্তের আগে যেন প্রকৃতি একগাল হাসে ।
চাইনি এমন স্যাঁতসেঁতে এক বিকেল যেখানে পাখিরাও পায়নি পরিত্রাণ
আমি চেয়েছিলাম সেই বিকেল যেন পথিকেরাও মহানন্দে গায় গান ।
চেয়েছিলাম যখন আলো নিভে আঁধার হবে আমার সাজানো এই ভুবন
তখন সেখানে কেউ থাকবে না থাকবো শুধু পাশাপাশি আমরা দু’জন ।
আমি চাইনি এমন এক বিষাদময় বিকেল চারিদিক চুপচাপ বিকেলটা যেন নির্জন
শুধু শুনতে চেয়েছিলাম দুজনে এক মনে হারিয়ে যাওয়া সেই পাখির কূজন ।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি –
তাপস কুমার সরকার, সহকারী শিক্ষক , বেলুড় মঠ , কলকাতা , পশ্চিমবঙ্গ , ভারত ।