বন্ধুত্ব
-পৌষালী
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
বন্ধুত্ব হল না আর এ জন্মে তোমার সঙ্গে আমার।
বন্ধুত্ব করতে বড্ড সাধ হয়েছিল সেদিন।
মুখ ফুটে বলেও ছিলাম।
জানি এ বয়সে আর নতুন করে বন্ধুত্ব হয় না।
বন্ধুত্ব তৈরি করাও যায় না।
বারবার বলছিলাম কিছু কথা আছে,
তুমি বরাবরের মতই পালাচ্ছিলে আমার কাছ থেকে।
আমার কাছ থেকে নাকি ভালোবাসার কাছ থেকে?
কতদিন তুমি আমাকে ভালো করে বুকে জড়িয়ে ধরো নি।
জানো মাঝে মাঝেই বুকে বড় ব্যথা হয়,
তোমার হাতটা পাইনা তখন।
বুকটাও কখন যেন তোমার না ছোঁয়াতে অভ্যস্ত হয়ে গেছে।
আমি আর তোমাকে না পাওয়ার অভ্যাসটা করে উঠতে পারলাম না।
এখনো অপেক্ষা করি-
কখন তুমি আমাকে একটা ফেসবুকে বন্ধুত্বের রিকোয়েস্ট দেবে বা তোমার ডিপিতে আমাকে নিয়ে একটা ছবি।
জানি এই চাওয়াগুলো বড়ই ছেলেমানুষী।
কি করে ভুলি তুমি যে আমার শৈশবের মুহূর্তের একমাত্র সাক্ষী।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
পৌষালী শব্দের চাষ করে। মননের তুলি দিয়ে শব্দ আঁকে। কলকাতা, লেকটাউন
Very nice poetry of jentle natural feelings.
Thanks to Poushali and also Kobitar Pata.