ভালোবাসা তোমার জন্য
-মমতা শঙ্কর সিনহা(পালধী)
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ভালোবাসা মানে কি শুধুই খোঁজ??
আজ অবধি মনে হয় আমরা কেউই সঠিকভাবে সঠিক ভালোবাসার খোঁজ পেলাম না!!
ইতিহাস পড়েছি,বুঝতে চেয়েছি মাইথোলজির মধ্য দিয়ে ভালোবাসার নিগূঢ় অর্থ,
ভালোবাসা কি কেবলই নরীর বুকে লেখে নিধনের প্রাকৃতিক ইতিহাস?
আর দানবরূপী নর জঙ্গলের লুকানো আশ্রয়ে সবুজের নরম বুকে
লেখে রক্তাত্ব মাংসল আদিম প্রবৃত্তির ইতিহাস???
ভালোবাসা শব্দটা আজ কেমন যেন
দূষিত,মেকি,লোভাতুর হয়েগেছে!
দেখেছি প্রেমিকার ভয়ার্ত দৃষ্টি,
অবাক হয়েছি যখন দেখেছি ভালোবাসা গভীর রাতে
তোমার ব্যর্থতার অশ্রুতে তুমি নিদারুণ কষ্ট রও।
একটা সময় অজস্র সুখের মাঝে যখন একটা আবছা করুন সিঁদুরমাখা নারী অববয়ব–
শহরের বুকে খেটে খাওয়া ঐ যুবকের মনে পড়ে যায়—
তখন সে ছুটে যেতে চায় শহরতলী থেকে গ্রামের পথে নিখাদ ভালোবাসার খোঁজে
তার বিনিদ্র রজনী অপেক্ষারত প্রিয়ার কাছে,
তাহলে সত্যি ভালোবাসা বলে কিছু আছে!
যার খোঁজে মানুষ এতটা পাগলও হয়।
বুকের ভিতর যখন কারণে অকারণে হৃদপিন্ডটা
চলন্তিকা ভালোবাসা তোমার জন্য করে উথাল পাথাল–
তখন সত্যিই মনে হয় ভালোবাসা বলে কিছু হয় ।
ভালোবাসা মানে দুরন্ত কোন রহস্যের সমাধান খোঁজা,
ভালোবাসা মানে চলন্তিকা,প্রেমময়ী নারীর জন্য প্রতিটা মূহুর্তের অপেক্ষা,
তাকে ছুঁতে চাওয়ার অদম্য ইচ্ছা,
ভালোবাসা তোমাকে খোঁজার জন্য আমি মেরুদন্ড সোজা করে
সকলের সামনে বলতে পারি আমি তোমার জন্য মরতেও পারি।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আমি কবি ও বাচিক শিল্পী অ্যাডভোকেট মমতা শঙ্কর সিনহা(পালধী) আমি বিভিন্ন সাহিত্য পরিবারের পক্ষ থেকে সেরা কবি,গল্পকার ও বাচিক শিল্পীর সম্মাননায় সম্মানিত হয়েছি।আমার একক গল্পের বই একগুচ্ছ ২০২২ এ প্রকাশিত হয়েছি। এছাড়াও আমি বিভিন্ন সাহিত্য পরিবারে কবিতা পাঠের আসরের লাইভ অনুষ্ঠান করে থাকি।