লাল টুকটুক
-অনিল কুমার পাল
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কৃষ্ণচূড়া তোমার অনুরাগের ছোঁয়া হৃদয়ে গান গাওয়া,
সবুজ পাতায় লাল টুকটুক আভা দোলে দখিনা হাওয়া।
থোকায় থোকায় পাপড়িগুলো সূর্যর সাথে রৌদ্র মিশে,
লালপাপড়ির মাঝে আছে সেজে প্রজাপতির ডানা বেশে।
বৈশাখের তপ্ত দহন হাওয়ায় নয়ন জুড়ায় আপন মনে,
সে আমার কৃষ্ণচূড়া ফুলের ডালের কোনে।
জ্বল্ব জ্বল জ্বলছে গ্রীষ্মের রৌদ্রের রাঙিয়ে শোভা,
প্রতিটা মানুষের নয়ন মন জুড়িয়ে ফুলকলির প্রভা।
কৃষ্ণচূড়া প্রজন্ম বহন করে ডালে ঝুলছে আনমনে,
সুন্দরী রমণীর চুলের বেনি বাতাসে বাজে উন্মুনে কালবৈশাখী ঝড়ে
অবশেষে পড়বে মাটির পরে ঝরে।
অনুকূল পরিবেশে জন্ম নিবে চারাগাছে মাটির উপরে,
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনুবালা পাল, তিনি মাগুরা জেলার অন্তর্গত (বাংলাদেশ) পুটিয়া গ্রামে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে, অডিটর হিসেবে কর্মরত আছেন। তার বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে, অবসর সময় তিনি বই পড়াশোনা করেন এবং লেখালেখি করে থাকেন।