এখনো অনেক বাকি

-বৃন্দাবন ঘোষ

≈≈≈≈≈≈≈≈≈≈≈

তাই বলে এত শেষে চলে যাবে তুমি !

জানি না কোন্ অভিমানে

আমি তোমাকে কি এমন বলেছি

শুধুতেই এত রাগ তোমার!

আমি তো আমার কথা বলেছি

বলেছি আমার অক্ষমতার কথা

সে তো আমি বলতেই পারি

কারণ খোলসা করি কি করে।

আমি চলে গেলে জানি কারো কারো কষ্ট হয়

আমি তো ওদিকে পথ পেয়েছি

আমাকে চলে যেতেই হবে।

কিছুক্ষেত্রে তাই আমি নির্মম হবই।

তাই বলে এত শেষে চলে যাবে তুমি!

কারো তো এ দেখে মনে আঘাত লাগতে পারে।

তুমি শুধু নিজের কথাই ভাববে!

এখনো ঘটনা অনেক ঘটতে বাকি যে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

কবি বৃন্দাবন ঘোষ পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার করমা গ্রামে ১৯৬৬ সালের ৩রা এপ্রিল জন্মগ্রহণ করেন। বাবা স্বর্গীয় পশুপতি ঘোষ, মা স্বর্গীয়া গৌরীবালা দেবী।ছোট বেলা থেকেই কবি লেখালেখির সাথে যুক্ত। এযাবৎ কবির একটি একক কবিতার বই, দুটি যৌথ কাব্য গ্রন্থ এবং চারটি গল্পের বই প্রকাশিত হয়েছে। কবি এক সাংবাদিকও।কবি একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*