স্মৃতিময় স্মৃতির তাড়া
-সিরাজুল ইসলাম মোল্লা
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কোথায় পালিয়ে বাঁচতে চাও,
এখানে সেখানে যেখানে যাও,
স্মৃতির সাগরে সাতরাও।
অপলক চোখে কিযে খোঁজে
ভাবনায় কোথায় হারাও।
ভুল সর্বক্ষণ, তবু প্রেম অমৃতে,
জীবন একাকী নীরবে নিভৃতে,
কাঁদে অব্যক্ত বেদনাতে।
মন ঘুরে ফিরে যায়, যদি পায়
অবেলা মনের আয়নাতে।
স্মৃতিরা দিগন্তের নীলিমা ছুঁয়ে,
ব্যথিত স্বপ্নরা ধূসর বিবর্ণ হয়ে,
দোল দিয়ে যায় স্ব হৃদয়ে।
আজও স্মৃতিময় স্মৃতির তাড়া
অধরা মায়ামী ছায়া হয়ে।
কত দিন কত রাত চলে গেছে,
অনুরাগ অনুযোগ ঝরে গেছে,
শুভ্র সম্পর্ক লুপ্ত হয়েছে।
আগমন ধ্বনি বাজছে মননে,
সেই বুঝি ফিরে এসেছে!
রইতে নয়, হারিয়ে কথা কয়,
পুরানো বিচরণ হয় স্মৃতিময়,
ভালবাসা বুঝি এমনি হয়!
কোথাও কেউ কারো নয় যে,
সবই চলার পথে অভিনয়।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাস পুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।