ভালোবাসা
-মানস দেব
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
যুবতীর সুরম্য দেহ
পরে থাকে জলাশয়ের ধারে ।
গত রাতেও মিলিত হয়েছিল প্রেমিকের সাথে।
দু – চোখে ভীষণ ভালবাসার স্বপ্ন নিয়ে ।
প্রেমিক যখন জল্লাদ হয়
ঘূর্ণিঝড়ও হার মানে আছড়ে পরতে ।
সমুদ্রের বুকে ওঠা ক্রমাগত ঢেউ
কখন যে নোনা হয়ে যায় জানা নেই ।
ভালোবাসা ভালোবাসা শব্দটা এখন ড্রিম – ১১
চাওয়া পাওয়ার হিসেবটা মিলে গেলেই
নোঙ্গর করা জাহাজটা পরে থাকে ঘাটে ।
জীবনের স্বপ্নগুলো উড়তে থাকে ফানুস হয়ে ।
( কালিয়াগঞ্জ এর ঘটনা অবলম্বনে রচিত )
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম। বর্তমানে উচ্চমাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । শিক্ষকতা সূত্রে রায়গঞ্জ নিবাসী। প্রথম কাব্যগ্রন্থ ” অনুভব “।