এসো হে বৈশাখ

-রথীন পার্থ মণ্ডল

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

বছর যায় বছর আসে

ফিরে আসে বৈশাখ,

গাছের ডালে শুনতে পাই

হাজার পাখির ডাক।

আজকে সবাই চুপড়ি নিয়ে

তুলছে মাঠে শাক,

ধানের শীষে ঢেউ খেলে যায়

যেথায় নদীর বাঁক।

ধুয়ে যাক পুরোনো সব

দুঃখ মুছে যাক,

রবিবাবুর হাতটি ধরে

এসেছে বৈশাখ।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:

কবি রথীন পার্থ মণ্ডল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার রাধানগর পাড়য় ১৯৯১ সালের ২১শে জুলাই জন্মগ্রহণ করেন। বাবা স্বর্গীয় সুরজিৎ মণ্ডল, মা শুভ্রা মণ্ডল। ছোটবেলা থেকেই কবি লেখালেখির সাথে যুক্ত। এযাবৎ কবির তিনটি একক কবিতার বই প্রকাশিত হয়েছে।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*