কবিতা গুচ্ছ

-পলাশ বরণ দাশ

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

( এক )

ভুল যদি হয়ে থাকে

জীবন চলার পথে

ক্ষমা করে নিয়ো আমায়

তোমার মনের রথে।

( দুই )

তোমার কাছে চাইনি কিছু

চেয়েছি শুধু হৃদয়

রয়েছো তুমি অনেক দুরে

হওনি আজো সদয়।

( তিন )

তোমার জন্য হতে পারি

আমি প্রেমের কবি

কবিতার মাঝে হৃদয় দিয়ে

আঁকবো তোমার ছবি।

( চার )

পরজনম যদি সত্যি হয়

আবার হবে দেখা

তোমায় আমি চিনে নেবো

দেখে প্রেমের রেখা।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

কবি – পলাশ বরণ দাশ, ( কবি ও শিক্ষক ) মহাজন পাড়া, দক্ষিণ জলদী, বাঁশখালী, জেলা – চট্টগ্রাম, বাংলাদেশ। কবি – কবিতার পাতার একজন নিয়মিত লেখক। তাই কবিতার পাতাকে আন্তরিকতার সাথে দেখেন। সব কবিদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক ভাবে আমন্ত্রণ করেন।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*