চাঁদের কারসাজি
-অনিল কুমার পাল
ºººººººººººººººººººººººººº
পূর্ণিমার ওই চাঁদ আলো করছে ঝলমল,
কালো জলে ঢেউয়ের তালে করে ছল ছল।
মন যে জুড়ায় বসন্তের ওই কালে,
প্রেমিক যুগল চাঁদের আলোয় মন ভুলানো গল্প বলে।
গোধূলি বেলায় সূর্য পাঠে বসে যখন,
পুব আকাশে চন্দ্র জাগে তখন।
রাতের আঁধার যায় যে দূরে ,
জ্যোৎস্নার আলো গাছের ডালের ফাঁকে উঠলো ফুঁড়ে।
সারারাত জেগে থাকে আকাশের ওই তারার সাথে,
কালো দিঘির জলের সাথে মিতালীতে উঠছে মেতে।
শশীর কিরণ রূপের অভারণ,
রুপালি মাছেরা করছে বরণ।
তাদের মাঝে জাগে শিহরণ,
শীতল হাওয়া করে বরন।
জলের উপর দিয়ে বয়ে চলা,
চন্দ্রকিরণ করছে খেলা।
ছোট ছোট উর্মি কি অপরূপ শোভা,
আকুলতায় মন যে মনোলোভা।
দেখতে যদি চাও,
দিঘির পারে যাও।
মন যে যাবে ভরে ,
প্রকৃতির এই রূপ নেবে কেড়ে।
মন খারাপের আছে যত দিক,
উবে যাবে থাকবে না কোন দুখ।
ºººººººººººººººººººººººººº
কবি পরিচিত-
অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল,তিনি মাগুরা জেলার অন্তর্গত (বাংলাদেশ) পুটিয়া গ্রামে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসেবে কর্মরত আছেন।তার বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে, অবসর সময়ে পড়াশুনা ও লেখা লেখি করে থাকেন।