জরাগ্রস্থ পৃথিবী

-শ্রী স্বপন কুমার দাস

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

নিঃশ্বাস প্রশ্বাস স্তব্ধ আজকে

দূষিত বায়ু আকাশে বাতাসে,

জরাগ্রস্থ পৃথিবী ধ্বংসের পথে

আর দেরি নেই ঐ ধেয়ে আসে।

বারুদের গন্ধ ঘ্রাণের ইন্দ্রিয়ে

আকাশে বাতাসে স্থলেতে ভাসে,

অম্লজান কমে ধরণী ভূতলে

অবচেতন মন পরিহাসে।

সবুজ অবুঝের কান্ডটা দেখে

নীরব দর্শক ধরণী কক্ষে,

নদী নালা সকল শুকনো মুখে

ভূগর্ভস্থ জলে মিলতে থাকে।

বৃক্ষ ছেদন নিয়মিত ই চলে

মানব মনে বিকার নাই রে,

জরাগ্রস্থ পৃথিবী নির্বাক চোখে

দেখে স্তম্ভিত শমন শিখরে।

অবচেতন মনে চেতনা ফিরে

আসবে কবে মানুষ মননে,

তারই চিন্তায় বিধাতা বিধিরে

জিজ্ঞ্যাসে উপায় প্রতিটি ক্ষণে।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

কবি= শ্রী স্বপন কুমার দাস, পিতা- সন্তোষ কুমার দাস ও মাতা- কল্যানী দেবী। ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ ভারত। সুবর্ণরেখা পত্রিকার হাত ধরে আমার কবিতা লেখা শুরু ১৯৮০ সাল থেকে আজ অবদি বহু পত্রিকায় আমার সৃষ্টি কবিতা স্থান পেয়েছে প্রায় হাজার খানেক কবিতা প্রকাশ করাও হয়ে গেছে।

 

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*