মানুষ হবো কবে?
-প্রদীপ কুমার
∞∞∞∞∞∞∞∞∞∞∞
সবাই বলে আমি নাকি আজো
আস্ত একটা গরু ছাগল,
যদি আমি সেই পশুই হলাম
তবে কেন বলে আমায় পাগল।
এ কোন আজব কল্পনা !
আমার আছে হাত দুটি পা
মানুষের মতো এক আকৃতি,
তবে কি আমি মানুষ নই?
পাবোনা আজো সেই স্বীকৃতি?
কেন এমন এই প্রকৃতি !
মানুষের মতো গর্জে উঠি,
সভ্য সমাজে তাও চলি,
দুঃখ সুখের যন্ত্রণা বুঝি,
বাংলা ভাষায় কথা বলি ;
তাহলে কি আমি মানুষ নই?
হাজার স্বপ্ন চক্ষে দেখি,
দুঃখ পেলে কেঁদে ফেলি,
যন্ত্রনার সাগর যাই পেরিয়ে
গাঁধার মতো খেটে চলি,
তবুও আমি নাকি মানুষ নই !
চারিদিকে কতো সুন্দরের মেলা
পাখি যায় উড়ে গগন জুড়ে,
মেঘের ভেলায় ভেসে ভেসে চলি, আগুনের ছোঁয়ায় যাই পুঁড়িয়ে,
তবুও নাকি আমি মানুষ নই ?
বিলেত ফেরত ডক্টরেট ডিগ্রী,
পন্ডিত বলে জ্ঞানেও আমায়,
সমাজের আবার সমাজপতিও বটে,
কথার জালে ফাঁসায় আমায়।
তবে কি আমি মানুষ নই?
তাহলে, মানুষ হবো কবে?
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিত –
প্রদীপ কুমার , পিতা- স্বরদিন্দু কবিরাজ, গ্রাম- চকমনোহরপুর, পোষ্ট- বালুবাজার, থানা- মান্দা , জেলা- নওগাঁ (বাংলাদেশ)