স্বদেশকে ভালোবেসে
-পুষ্পিকা সমাদ্দার
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
দেশপ্রেমে ব্রতী হয়ে অচিরেই
গেছে কতশত প্রাণ,এই দেশকে
ভালোবেসেছিল বলে শহীদরা
পায় আজও সম্মান।
বীর শহীদ, দেশ নেতা
নেতাজী,ক্ষুদিরাম,
দেশপ্রেমের আত্ম ত্যাগে
তাঁদের বেড়েছে মান।
স্বদেশ প্রেমে ব্রতী হলে
জীবন হবে ধন্য,
শিক্ষা ও জ্ঞান বিনা
এই অভিলাষ শূন্য।
আমার ভারত সোনার
ভারত সুন্দর সে কত,
এই দেশেই বাংলার বাঘ,
সূর্যসেন জন্মেছে কয়েক শত।
এই দেশেতেই জন্ম হয়ে
ফিরে ফিরে যেন আসি,
আমি আমার স্বদেশ কে
যে বড্ড ভালোবাসি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি–:
আমি পুষ্পিকা সমাদ্দার সামান্য গৃহবধূ নিবাস কলকাতা নাকতলা অঞ্চলে,ছোট কাল হতে সাহিত্য পছন্দ করি তাই অবসরে এখন কখনো হাতে কলম ধরি ও মনের মাধুরী মিশিয়ে কিছু নতুন সৃষ্টি করার চেষ্টা করি। আগামীতে এই সাহিত্যকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকার করি।