লহ মোর প্রণাম
-পীতবাস মণ্ডল
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
তুমি আছো মোর হৃদয়ে মননে
মমচিত্তে অবিরত শয়নে স্বপনে ,
তব স্মৃতিখানি অতি সঙ্গোপনে
পুজি কদরের সাদর সম্ভাষণে ।
তোমার সৃজনীর ধ্রুবতারা সম জৌলুসে
এ প্রাণ আদিগন্ত মোহিত অনন্তকাল ,
তব চিরন্তনী বিশ্ব সাহিত্যের অমৃত বাণী
মোর মরমে ধ্বনিত আজও অবিকল ।
এ ধরণী ধন্য তোমাতে হে পূর্ণ প্রাণ
সুজলা সুফলা বসুধা গর্বিত তব মহিমায় ।
এই অম্বর এই সমীরণ উদার আজীবন
প্রশংসা কুড়ায় ঐ মহাসিন্ধুর কীর্তির অছিলায় ।
তোমার সুরেলা বাঁশি জীবনের প্রতিপলে
সুখময় পৃথিবীর সীমাহীন সাগরকূলে ,
তব অনুভব জুড়ায় মনের দহন জ্বালা
একালব্যের মণিহার তুলে নিয়েছি গলে ।
অমূল্য সাহিত্যের স্বর্ণরেণু তব বৈভব
ফেলে রেখে গেলে অস্তাচলে নিভৃতে নিরবে ,
তোমাবিনা মণিহারা আমি যেন নিস্তেজ
দুর্ভাগার মত নবারুণ খুঁজি পৃথিবীর গর্ডে ।
তব কিরণমালায় উচ্ছ্বল আপামোর
কত মহিমার রেখে গেছো ভুরি ভুরি প্রমাণ ,
আজিকার শুভ লগনে ভক্তির শ্রদ্ধার্ঘ্য নিবেদনে
অর্পণ করি অশ্রুদানে “লহ মোর প্রণাম”।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
পীতবাস মণ্ডল । সুদূর সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্ৰাম – যোগেশ গঞ্জ জন্মস্থান । হৃদয়ের টানে আগ্ৰহ কবিতার পানে । পাঠকের অন্তর ছুঁতে চায় প্রাণ ।