শ্রমিক তুমি
-এ,এইচ, এম আরিফুল ইসলাম
∞∞∞∞∞∞∞∞∞∞∞
শ্রমিক তুমি দেশের তরে
ঝরাও দেহের রক্ত ঘাম,
শ্রমিক তুমি সাজাও ধরা
কঠোর খাটুনিতে পাওনা বিশ্রাম।
শ্রমিক তুমি রোদ বাদলে
পড়ে থাক মাঠে ঘাটে,
শ্রমিক তুমি দু’চাকার বাহন
শহর বন্দর বাজার হাটে।
শ্রমিক তুমি গড় অট্টালিকা
ইটের পরে ইট গেঁথে,
শ্রমিক তুমি শিল্প কলকারখানা
স্বচল রাখ আপন হাতে।
শ্রমিক তুমি দেশের দর্পণ
উন্নয়নের সোনালী চাবিকাঠি,
শ্রমিক তুমি বাসযোগ্য পৃথিবীর
মজবুত টেকসই লৌহ খুটি।
শ্রমিক তুমি সবার সেরা
দেশ ও দশের মাথার তাজ,
শ্রমিক তুমি এই পৃথিবীর
নানান রঙ-বেরঙের সাজ।
শ্রমিক তুমি আলোর মর্শাল
ঘোর আধারে জ্বালাও বাতি,
শ্রমিক তুমি যুগের কান্ডারী
কুড়িয়ে আন সভ্যতার উন্নতি।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
এ,এইচ, এম আরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, কুঞ্জেরহাট ইসলামী একাডেমি, বোরহানউদ্দিন, ভোলা।