ফেলে আসা স্মৃতিকথা
-শান্তি দাস
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
বড় অসহনীয় লাগে জীবনের পটে ছবিগুলো আঁকা মোর,
এই কয়দিন স্বপ্নের ভুবনে আমি ও তো মিলাতাম সুর।
উজ্জ্বীবিত ভালোবাসায় পেয়েছিলাম আনন্দ সুখ যত,
এই পৃথিবীতে আমি ও ছিলাম সবার মত।
একসাথে দল বেঁধে সহপাঠীদের সাথে যেতাম পাঠশালায়,
আজ ও মনে ব্যথা লাগে স্মৃতির দোলায় দেয় আপন নিরালায়।
খেলার সাথীদের গ্রামেই বসবাস তাদের আপন নীড়ে,
স্বপ্ন আঁকা স্মৃতি গুলো অনেক টাই হারিয়ে ফেলেছি চলমান ভীড়ে।
জীবনের পাঠশালায় কেটে গেছে সেই অনেকটা সময়,
আজ ও তো স্বপ্ন দেখি আপন নীড়ে ফেরার আশায়।
ছোটবেলার সাথীদের সাথে ভিজতাম কত বাদল দিনে,
হৃদয়ের গহীনে সেই স্মৃতি গুলো ভেসে উঠে শিহরণ জাগা মনে।
বয়ঃসন্ধিকাল কেটে গেল প্রেম জাগা হৃদয়ে,
জীবনের সারথী হয়ে এসেছিল সে আপন সুখের নীড়ে।
গ্রামের সেই মেঠো পথে চলতাম মোরা অবিরাম পথ চলা,
জীবনের অনেকটা সময় পার করে এসেছি মনে পড়ে স্মৃতির কথা।
ফেলে আসা কত স্মৃতিকথা জড়িয়েছিলাম দুরন্ত শৈশব জীবনে,
আমি ও যে ছিলাম শ্যামল প্রকৃতির বুকে অতি আপন,
বৈষম্যের দেওয়াল ভেঙ্গে গড়তে হবে মোদের মানবতার জীবন,
এই প্রিয় মাটির বুকে শান্তির খুঁজে বেরিয়ে যাবো সবাইকে করবো আপন।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
শান্তি দাস, এম এ এডুকেশন, কল্যাণী বিশ্ববিদ্যালয় (নদীয়া), সরকারি বিদ্যালয়ে বিষয় শিক্ষিকা , আগরতলা, খোয়াই, খোয়াই, ত্রিপুরা।