জীবনযুদ্ধের অন্তরালে
-সত্যজ্যোতি রুদ্র
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
ইচ্ছেরা সব আঁখির কোণে
সাঁতার কাটে দিন রাতে,
স্বপ্নে রঙিন ছবি আঁকে
সন্ধ্যা থেকে ভোর প্রাতে।
জীবন নামের তরী খানি
ছন্দ হারা টালমাটাল,
উথালপাথাল ঢেউয়ে দোলে
টেনে ধরি তারই হাল।
আমি আছি আমার মতো
আতিশয্যে নেই মতি,
আপন মতে চলার পথে
জানি না হয় কোন গতি?
যেমন আছি ভালোই আছি
প্রবোধ করে হৃদে বাস,
আত্মহারায় মাতাল হয়ে
চাই না নিজের সর্বনাশ।
গড্ডলিকা ধারার স্রোতে
চায় না এ মন পাড়ি দিই,
জীবনযুদ্ধের অন্তরালে
বাঁচার শক্তি-সাহস নিই ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি—
সত্যজ্যোতি রুদ্র,সহকারী শিক্ষক, কণ্ঠশিল্পী,গীতিকার ও সুরকার, চকোরিয়া,কক্সবাজার,বাংলাদেশ।