প্রবাসী বাবা

-মনির হোসাইন

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

সায়েম সাঈদী সালেহ তিন ছেলেকে দেশে পেলে

বাবা গেছেঐ দুর দেশে প্রবাস নামের জেলে

দিন যায়, মাস যায়, যায় বছর চলে

তিন ছেলে ঐ দুর প্রবাসের বাবাকে ডেকে বলে

বাবা তুমি আসবে কখন,সেই কত আগে এলে?

অডিও ভিডিও কলে বাবা মন কি ভরে বল, কথা বলে?

তোমার হাত ধরে খেলতাম উঠোনে, সাঁতার কাটতাম স্বচ্ছ শীতল জলে।

বাবা তুমি আসো ফিরে, মন তোমার কথাই বলে।

আমারো ইচ্ছে করে খোকা, থাকতে তোদের সাথে

আমারই মতো মুখ লুকিয়ে কাঁদে বাবা লাখে শতে শতে

ভাগ্য বদলের স্বপ্ন বুনে কাটায় দিবস রাত্রি

তাই বুঝি আজ হয়ে গেলাম প্রবাস নামের যাত্রী।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি :-

মনির হোসাইন। পিতা শাহ আলম।মাতা শাহেদা বেগম। জন্ম ১৯৮২সনেট১লা মার্চ লক্ষ্মীপুর জেলা সদরের আবির নগর গ্রামে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*