প্রাণ খুলে হাসো

-শিবানী সাহা

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

বিশ্ব হাসি দিবসে আজ

প্রাণ খুলে সবাই হাসো,

হাসতে হাসতে আপন করে

সবাইকে ভালোবাসো।

প্রাণ খুলে হাসতে আজ

সবাই গেছে ভুলে,

আত্মকেন্দ্রিক জীবনের মাঝে

হাসিটাকে রেখেছে তুলে।

চিন্তা ভাবনায় জর্জরিত জীবন

বিষন্নতায় ভরা মুখ,

ভালো থাকার প্রচেষ্টা সদা

তবুও হৃদয় মাঝে দুখ।

একদিন না হয় সবাই হাসো

ভুলে গিয়ে সব কিছু,

আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠো

তাকিয়ে দেখো না পিছু।

দুঃখ বেদন ভুলে চিরস্থায়ী হোক

সবার মুখের হাসি,

হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে

বলুক সবাই ভালোবাসি।

হাসতে হাসতে কাটুক

ছোট বড়ো সবার জীবন,

হাসির স্রোতে হারিয়ে গিয়ে

মেতে উঠুক সবার মন।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:-

আমি শিবানী সাহা। বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। ছোট থেকে বড় হয়ে ওঠা নৈহাটিতে। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকে। আমি একজন সামান্য গৃহবধূ। সংসারের কাজের ফাঁকে ফাঁকে কবিতা লিখি। কবিতা লিখতে পড়তে ভালোবাসি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*