হৃদয়ে কবি

-মাই ফেয়ার চৌধুরী

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

বাংলার কাব্যাকাশে তুমি রবি,

বিশ্ব ছাড়াইয়া তুমি বিশ্ব কবি।

হৃদয় পটে ভাস্করে তোমার ছবি,

কাব্য-গল্প-সাহিত্য সংগীতে জীবন মমি।

তোমাতে প্রভাত শুরু,তুমি গুরু,

আমার শূন্যতায় কাব্য জমিন মরু।

সাহিত্যের ভাণ্ডারে কালজয়ী নক্ষত্র,

সমৃদ্ধি ভরপুর বিচরণে আলোকিত সর্বত্র।

ছন্দে-বর্ণে-কাব্যে গাঁথুনী ভিত,

আগুনের পরশে জাদুকরী গীত।

নোবেল বিজয়ী গীতাঞ্জলি,

তোমার সৃষ্টিতে তুমি মৃত্যুঞ্জয়ী।

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি- 

মাই ফেয়ার চৌধুরী, মাতা-লায়লা বেগম, পিতা- রমজু চৌধুরী, সি,ডি,এ আবাসিক এলাকা আগ্রাবাদ, ডাক- বন্দর, থানা-ডবল মুরিং চট্টগ্রাম-বাংলাদেশ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*