অন্য রকম কারাগার
-অভিজিৎ হালদার
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
হৃদয়ের আলোর কারাগারে বেদনা নক্ষত্র রাত্রি
রক্ত শোষণকারী কীটের জমিতে প্রজ্বলিত চোখে
উলুধ্বনি কাঁচের টুকরো জল্পনার জ্বর মাপি।
বদলে গেছে সময় আর বদলে গেছে স্মৃতির জোয়ার
কেউ কথা রাখেনি !
তরুণ যোদ্ধার হৃদয়ের সংকট
কাগজের কারাগারে বন্দী হয়েছি।
সৈন্যদল হারিয়ে গেছে যুদ্ধের মানচিত্রে
ব্যোমকেশ নগরীর শ্বাসনালীর ভিতর তপস্যা
ঈশ্বর ব্যর্থ মতবাদ জানেনি কেউ !
সমস্ত মানুষের চলার পথ নিষ্ফল।
কাদের জন্য পথ খুঁজেছি !
টেলিগ্রাফের তারে ধুলোর ছায়া
খোলা মাঠ , আকাশ, বাতাস , মরু, পাহাড় সবই
আর সবই একগুঁয়েমি ভাবে বেঁচে থাকে।
হলুদ চিঠি মেঘের কারাগারে
নির্জলা দুপুরে নিরর্থক কথা শাস্তি
নিরুদ্দেশ হয়েছে স্বপ্নের দেশ নাস্তিক।
কিলবিল করে বঞ্চিত কীটপতঙ্গ
অন্য রকম কারাগার থেকে বেরিয়ে এসে তারা তাদের
অধিকার চাইতে আসে মানুষের কাছে ! সমাজের কাছে !
এমনকি পৃথিবীর কাছে !!
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি:-
লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে , ১ লা সেপ্টেম্বর ২০০১ সালে। বই- প্রথম আলো (২০২১) * বিভিন্ন পএ পত্রিকায় লেখালেখি করা । বর্তমানে লেখক এখন তৃতীয় বর্ষের ভূগোল অনার্সের ছাত্র।