প্রণমি তোমায় সবে

-ইন্দিরা দত্ত

≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡

বিশ্বের কবি বাঙলার রবি প্রণমি তোমায় সবে,

তব দানে আজ বাঙালির সাজ অমর সদাই র’বে।

তুমি ধ্রুবতারা মোরা দিশাহারা তুমি জগতের প্রাণ,

নয়নের মণি সাহিত্য খনি তুমি বাঙালির মান।

কাব্যের ভানু মোরা নতজানু প্রতি পলে আছো তুমি,

তুমি বরণীয় সদা স্মরণীয় ধন্য মোদের ভূমি।

কালজয়ী লেখা দিলে তুমি দেখা নভেল নাটক গানে,

দিলে তুমি সুধা মিটে গেল ক্ষুধা আলো দিলে প্রাণে প্রাণে।

তুমি মহাপ্রাণ সবি তব দান যুগের শ্রেষ্ঠ মানি,

নবজাগরণ শ্রেষ্ঠ সৃজন বিশ্বভারতী জানি

হে বিশ্বকবি দেখি তব ছবি আছো স্মরণীয় হয়ে,

তোমার’ই গানে দূর হতে আনে মধুর সংগীত বয়ে।

সদা এই ভবে হৃদে তুমি র’বে করেছো বিশ্বজয়,

প্রণাম জানাই আমরা সবাই হলে তুমি মধুময়।

মননে ও জ্ঞানে সদা সবে জানে তুমি মহীয়ান প্রাণ,

কোথা তুমি নাই যেদিকে তাকাই রয়েছে তোমার গান।

গীতাঞ্জলি বুকে থাকি মোরা সুখে তোমাকেই অনুভবি,

অমর সৃষ্টি তোমার কৃষ্টি হে মহান গুরু রবি।

অজস্র গান শাস্ত্রীয় মান আছে জানি সব ছুঁয়ে,

স্বর্ণাভ রোদ থমকে দেয় বোধ শ্রদ্ধায় পড়ি নুয়ে।

≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡

কবি পরিচিতি-

আমি ইন্দিরা দত্ত। গৃহবধূ। পেশায় গৃহশিক্ষিকা। লিখতে ও পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি কলম ধরার। কতটা পেরেছি পাঠককুল বলতে পারবে। তাছাড়া বাগান করা, নাচ, গান,আবৃত্তি করা আমার প্রিয় বিষয়। মায়ের নাম- শ্রীমতি বীণাপাণি বিশ্বাস। পিতার নাম – ঈশ্বর শ্যামসুন্দর বিশ্বাস। স্বামীর নাম – উৎপল দত্ত।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*