মা
-আশীষ খীসা
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
মায়ের মতো এই ভুবনে আপন কেউ নাই রে,
মায়ের কথা মনে পড়লে
মনটা পাখির মতো উড়ে যাই রে।
মায়ের ডাকটি এতো যে সুমধুর,
শোনা যায় যতই থাকো না
কেনো তুমি বহুদূর।
মায়ের ডাকটি যায় না যে কখনও ভুলা,
যদিও তুমি থাকো বহুদূর একলা।
মায়ের ডাকটি সদা থাকে হৃদয় জুড়ে,
আজীবন থাকে সন্তানকে ঘিরে ঘুরে ঘুরে।
শিশুকালে ডেকেছিলাম কতো মাগো মাগো,
এখনও বুড়ো বয়সেও ডাকছি মা তোমায় ওগো।
মা তুমি হলে সুখ ও শান্তির আবাস,
জন্মের আগে তোমার পেটে ছিলাম
দীর্ঘ প্রায় কমবেশি দশ মাস।
বুকের দুধ খাওয়ায়ে করেছিলে তুমি বড়,
পদার্থ হিসেবে জীব,নয়তো জড়।
ছোটকালে না বুঝে দিয়েছিলাম তোমায় কতো কষ্ট,
তোমার আদেশ,উপদেশ পেয়ে
জীবন হয়েছে সুন্দর,হয়নি নষ্ট।
তোমার ঘুমপাড়ানী গান এখনও মনে পড়ে,
সুমধুর গান শুনে জানি না কখন যে ঘুমটা ধরে।
তুমি না খেয়ে খাওয়াছিলে কতো,
মোদের খেতে ইচ্ছা জাগে যতো।
মুখ দিয়ে প্রথম যে শব্দ উচ্চারণ করেছিলাম
তা হলো মা,এরপর উচ্চারণ করেছিলাম বাবা,
অতঃপর আস্তে আস্তে উচ্চারণ করেছিলাম
দাদা,দিদি,অবশেষে উচ্চারণ করেছিলাম
জেঠা,চাচা কিংবা কাকা,পিসি কিংবা ফুফা ও মামা।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি :
কবি আশীষ খীসা ,পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি।তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা, জেলা বান্দরবান পার্বত্য জেলা। তাঁর যৌথ কাব্যগ্রন্থ ১৬টি। তিনি একাধারে কবি,সাহিত্যিক,গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।