বৃষ্টির প্রতীক্ষায়
-সিরাজুল ইসলাম মোল্লা
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
চাতক পাখির মতন বৃষ্টির প্রতীক্ষায় উতলা,
মানুষ পশু পাখি গাছপালা খাল বিল নালা।
অবিরত প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ জন জীবন,
শস্যাদির মতই গরমে তৃষ্ণায় মানুষের মরণ।
ছাদে আঙিনায় বারান্দায় কি গাছের তলায়,
রাতদিন ঘুরে ফিরে কাটায় বৃষ্টির প্রতীক্ষায়।
গরমে হয় না আবাদ, শাক সব্জির উচ্চ মূল্য,
বেঁচে থাকাই দায়, করি কার সাথে কি তুল্য!
কোথাও বৃষ্টি নেই, সর্বত্র যে বৃষ্টির হাহাকার,
ক্ষেত খামার শুকিয়ে, ফসল পুড়ে ছারখার।
লালচে নভে নেই মেঘ, বাতাসে নেই আদ্রতা,
যাবেই বুঝি গরমে চরমে মম সভ্যতা ভদ্রতা!
অফিস পাড়া গরমে ফাঁকা, যেন ক্লান্ত সবাই,
খাবারে অনীহা, শীতল জল চাই, পাখা চাই।
মরার উপর খাড়া ঘা, শোডশেড়িং বারংবার,
ঘাম মুছে ছায়া খুঁজে, কৃষক শ্রমিক পথধার।
শীতকালে সব শীতল, গরমকালে সব গরম,
প্রকৃতির এমনি আচরণে মেজাজ বড় চরম।
বৃষ্টির কামনায় মসজিদে মন্দিরে প্রার্থনা হয়,
অনাচারের গজব কেউবা আগ বাড়িয়ে কয়!
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাস পুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।