সিমু নদী
-পলাশ বরণ দাশ
∞∞∞∞∞∞∞∞∞∞
সিমু নদীর বাঁকে
আমি দেখেছি তাকে।
রেশমী কালো চুল
ফুটন্ত গোলাপ ফুল।
হরিণী দুটি চোখ
দেখেছে অনেক লোক।
পড়ন্ত বিকেল বেলা
আকাশে রঙের মেলা।
সিমু নদীর তীরে
বাতাস বইছে ধীরে।
নীল শাড়ির অঞ্চল
বাতাসে হয়েছে চঞ্চল।
দেখেছি তারে স্বপনে
দিয়েছি মন গোপনে।
লেখা হয়নি কবিতা
হৃদয়ে হলো ছবিতা।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি – পলাশ বরণ দাশ, মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা, থানা – বাঁশখালী, জেলা – চট্টগ্রাম, বাংলাদেশ। কবি – কবিতার পাতা ডট কম এর একজন নিয়মিত লেখক। তিনি পরিপূর্ণ হৃদয় দিয়ে কবিতার পাতা সাহিত্য পরিবার কে ভালোবাসেন। তিনি সবসময় নবীন ও প্রবীণ লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথে আহ্বান জানান।