গ্লোবাল ওয়ার্মিং

-মানস দেব

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

সূর্যের বয়স বেড়েই চলেছে।

তাপটাও বাড়ছে শত গুন!

ওজন স্তরের ছিদ্রটা বাড়লো না কমলো খোঁজ নেওয়া হয় নি বহুদিন।

অতি বেগুনী রশ্মিটা কি গ্রাস করবে পৃথিবীকে ?

‘ গ্লোবাল ওয়ার্মিং ‘ শব্দটা চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে ।

দাবানল স্ব – চক্ষে দেখিনি কখনো ।

আজ – কাল সকাল থেকেই রাস্তা – ঘাটে অনুভূত হয় দাবানল।

শরীরের সমস্ত অঙ্গ – প্রত্যঙ্গ শুষ্ক পত্রের মতো শুকিয়ে যাচ্ছে।

ফুটি – ফাটা মাঠ হা – করে চেয়ে রয় চাতকের মতো ।

দু – চারটা মেঘ মনে সামান্য আশার আলো জাগায়।

কিন্তু কখন যে কোথায় পালিয়ে যায় কেউ তা জানে না।

কৃষকের দু – চোখ ভরা জল , লাঙ্গল চালাবে কোথায় ?

চরম দাবদহে দগ্ধ সোনার খনি খানি!

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । চাকরির সূত্রের রায়গঞ্জ নিবাসী । প্রথম গ্রন্থ ” অনুভব “।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*