মোদের নার্স
-সঞ্জয় টুডু
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
তারা মোদের প্রিয় নার্স,
হাসপাতালে কাটায় মাসের পর মাস।
প্রশিক্ষণ ও অভিজ্ঞতায় খুব দক্ষ,
দেখাশোনা আর সুস্থ্য করাই লক্ষ্য।
দুস্থ মানুষের পরিষেবা দেয়,
অসুস্থ,আহত ও বয়স্ক লোকের
সুরক্ষা জোগায়।
দিবারাত্রি সেবা করে যায়,
আরোগ্য লাভের শুশ্রূষায়।
নিঃস্বার্থে যত্ন করে,
রোগীর ব্যথা আপন ধরে।
মনে যন্ত্রনা ও কষ্টের অনুভব,
দয়া, ধৈর্য্য আছে বলেই,
এই সব করা সম্ভব।
অন্যদের সাহায্য করার ইচ্ছায়
নিয়োজিত আজ মহৎ কাজে,
আন্তরিকতার ভালোবাসা
জাগিয়ে তোলে হৃদয় মাঝে।
অন্তরে জেগে ওঠে অদম্য সহ্যশক্তি,
রোগীর মাঝেই বিলিয়ে দেয়
তাদের যত অনুভুতি।
আত্মত্যাগের মধ্য দিয়ে
মায়া মমতার আদরে,
জীবন যেন সবাই ফিরে পায়
নিজ ঘরের নবভোরে।
মনে প্রাণে নেই ঈর্ষা নেই কোনো দ্বন্দ্ব,
নার্স’রাই স্বাস্থ্য সেবার প্রধান মেরুদন্ড।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি ঃ-
উত্তরদিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত ও বিভিন্ন সময়ে নানা বিষয়ে লেখা লেখি করেন। ‘সৃষ্টির খোঁজে’ ম্যাগাজিনে প্রকাশিত প্রথম কবিতার নাম’নীরব বৃক্ষ’।
Very nice Mastor,Keep it up