আসবো ফিরে যুগান্তরে
-শান্তি পদ মাহান্তী
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
প্রেম পিয়াসে প্রেমের আশে
খুঁজে বেড়াই বিশ্ব,
সর্বনাশা প্রেম পিপাসা
প্রেমের খোঁজে নিঃস্ব।
প্রেম ঢুঁড়েছি প্রেম খুঁজেছি
খুঁজছি আজও একা,
চাতক চোখে বেড়াই দেখে
প্রেম বুঝি নাই লেখা।
প্রিয়ার কাছে শরীর আঁচে
এইযে কাটাই বেলা,
এইযে যাপন ছল আলাপন
মন যোগানোর খেলা।
এই অভিনয় প্রেম কভু নয়
কাম টুকু সার সত্য,
দেহের খাঁজে বেড়াই খুঁজে
রুগ্ন মনের পথ্য।
নইগো স্বামী প্রেমিক আমি
প্রেম পেতে চাই ঢেলে,
চুক্তি মেনে যুক্তি হেনে
প্রেম কি বলো মেলে!
সঙ্গিনী গো রঙ্গিনী সই
ফাঁদ পেতেছো অঙ্গে,
কামের মধু ঝরাও শুধু
মন ভরে না রঙ্গে।
আসবো ফিরে যুগান্তরে
খুঁজবো আবার একা,
ভালোবাসি যে মানসী
পাই যদি তার দেখা।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক।এখনো পর্যন্ত দুটি কাব্যগ্ৰন্থে আমার কিছু কবিতা বেরিয়েছে।